কক্সবাজারে দুই বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু, সড়ক অবরোধ

0
কক্সবাজারে দুই বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু, সড়ক অবরোধ

কক্সবাজার শহরের প্রবেশদ্বার টার্মিনাল এলাকায় দুই বাসের চাপায় আইয়ুব (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা দুই বাসের চালক ও হেলপারদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। নিহত আইয়ুব কক্সবাজার শহরের নাপ্পাঞ্জা পাড়ার মৃত কবির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে ফিরছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটার্মিনাল কবরস্থানের মসজিদে এশার নামাজ শেষে রাত ৮ টার দিকে রাস্তা পার হচ্ছিলেন আইয়ুব। নাপ্পাঞ্জা পাড়ার রাস্তার মাথায় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন।
রাত ১২ টার দিকে আইয়ুবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাপ্পাঞ্জা পাড়া, লার পাড়া ও ডিককুল এলাকার শতাধিক মানুষ শহরের প্রবেশদ্বার টার্মিনালে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের আশ্বাসে স্থানীয়রা বিক্ষোভ স্থগিত করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আন্তঃজেলা বাসগুলো টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে অবৈধভাবে পার্কিং করে যাত্রী তোলে এবং যাত্রীদের টানাহেঁচড়া করে প্রতিযোগিতা চালায়। ওই প্রতিযোগিতার কারণেই আইয়ুবের মৃত্যু হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here