কক্সবাজারে কাউন্সিলর হত্যা: নারীসহ আটক ৩

0

কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী হত্যার ঘটনায় মৌলভীবাজারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার তিনজনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেন তিনি। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানান তিনি। 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। তাদের তিনজনকে একসঙ্গে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

এর আগে, গত ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরদিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন।

তথ্যমতে, গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন আটক ইফতেখার ও গোলাম রব্বানী টিপু। তাদের সঙ্গে রুমি (২৭) নামের এক নারীও ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here