কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

0
কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। টেকনাফ সদর ইউপিস্থ ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫।  

গ্রেফতারকৃতরা হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)। 

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায়। 

এসময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে তিনজন মাদক কারবারীকে এক লাখ সত্তর হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন সময়ে ধৃত আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here