শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং খেলাধুলার মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড বিচ কার্নিভাল ২০২৫’।
‘স্বপ্নের সারথি-সী শোর গার্লস’ প্রকল্পের আওতাধীন ইউনিসেফ-এর সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত এ উৎসবটি সোমবার সকালে কক্সবাজারের হোটেল সিগাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
‘সী শোর গার্লস’ প্রকল্পের এই কার্যক্রমটি ১৫ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য হলো-‘শিশু নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং উন্নয়নের জন্য খেলাধুলা’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন এবং ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতিনিধি আনিসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগো ফাউন্ডেশন ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপস্থিত সকলে মিলে শিশু সুরক্ষা অঙ্গীকার পাঠ করেন। উৎসবে শিশু অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক পাপেট শো এবং স্থানীয় সংগীত শিল্পী ‘পেনোয়া’ ব্যান্ডের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে থাকছে প্রকল্পের অধীনস্থ প্রশিক্ষণার্থীদের সার্ফিং প্রতিযোগিতা, ম্যাজিক শো এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ নাটক। আগামী ১৭ ডিসেম্বর পুরস্কার বিতরণীর মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের এই যৌথ উদ্যোগ কক্সবাজারের উপকূলীয় শিশু ও কিশোরীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

