কক্সবাজারের পেকুয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ৯টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করেছে, মুন্সি শাহাদাতের বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মুন্সি শাহাদাতের বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে