কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

0

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে ছুরিকাঘাতে আসহাবুল জিহাদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 

চকরিয়া থানার পুলিশ জানায়, কোনাখালীর একটি মোবাইল চোর সিন্ডিকেটের ৪-৫ জন সদস্য শুক্রবার সন্ধ্যার পর  মরংঘোনা স্টেশনে আসহাবুল জিহাদের সাথে দেখা করে। এ সময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আসহাবকে ছুরিকাঘাত করে। পালানোর সময় এলাকাবাসী একজনকে ধরে ফেলে।

খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আসহাবকে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া স্থানীয় বাসিন্দারা আটক সোহানকে পুলিশের কাছে সোপর্দ করে।  

পেকুয়া উপজেলা সদর হাসপাতালের  চিকিৎসক ডা মোজাম্মেল হোসেন জানিয়েছেন, নিহত আসহাবকে উপুর্যুপরি ছুরিকাঘাত করার কারণে তার মৃত্যু হয়। পেকুয়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন , একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়ার এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here