কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

0

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটি ভাঙচুর করে।

রবিবার  রাত ৮টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনের ঝাউতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে লোকটি গুরুতর আহত হন। এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে। স্থানীয়রা আহত ব্যক্তিকে কোটবাজার স্টেশনস্থ অরিজিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here