কংগ্রেসের অবমাননা : ট্রাম্পের সাবেক উপদেষ্টাকে কারাদণ্ড

0

কংগ্রেসকে অবমাননার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে চার মাসের কারাদণ্ড ও ৯ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলে হামলার তদন্তে কংগ্রেসকে সহযোগিতা করতে অস্বীকার করার পর তার বিরুদ্ধে এ মামলা করা হয়। খবর সিএনএনের

ন্যাভারোকে ওই ৬ জানুয়ারির ঘটনায় জবানবন্দি দিতে অস্বীকার করার জন্য দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার নাভারোর বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। তবে তিনি এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানান। ফেডারেল প্রসিকিউটররা বলেন, নাভারো আইনের শাসনের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুগত্যের পথ বেছে নিয়েছেন।

কমিটি তার সঙ্গে যোগাযোগ করলে নাভারো বলেন, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগীকে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় কি না। কিন্তু বিচারক বলেন, এমন কোনো প্রমাণ নেই ট্রাম্প অনুরোধ করতে পারতেন বা নির্বাহী বিশেষাধিকার নাভারোকে কমিটির সমন উপেক্ষা করার অনুমতি দিতে পারে।

গত বছর ওয়াশিংটন ডিসিতে দুইদিন ধরে চলা একটি বিচারের পর ১২ সদস্যের জুরি চার ঘণ্টার আলোচনার পর তাকে দোষী সাব্যস্ত করে। ২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা ক্যাপিটল হিলে সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here