গত নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছোট্ট রাহা কাপুরকে নিয়েই এখন সুখের সংসার আলিয়া ও রণবীরের। প্রথম সন্তান বলে কথা, তাও আবার মেয়ে। বাবার চোখের মণি সে। তাকে এক মুহূর্তের জন্যও নাগাল ছাড়া করতে চান না রণবীর।
সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে একাধিকবার মেয়ের কথা বলেছেন অভিনেতা। রাহার হাসি দেখে তাকে ছেড়ে বের হওয়ার কথা ভাবলেই মন ভেঙে যায় তার, জানান ‘রকস্টার’ খ্যাত রণবীর। মেয়ে বড় হয়ে কার মতো হলে খুশি হবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হন রণবীর। প্রশ্নে রণবীরের উত্তর জানলে বিস্মিত হবেন অনেকেই।
রণবীরের যুক্তি, “আলিয়া খুব চঞ্চল, ওঁ প্রচুর বকবক করে। রাহা বড় হয়ে ওঁর মতো হলে আমি বিপদে পড়ে যাব! ওই রকম দু’জন মেয়েকে সামলানো আমার পক্ষে খুব কঠিন ব্যাপার!” সাফ স্বীকারোক্তি রণবীর কাপুরের। রণবীরের এই মন্তব্যে মজা পেয়েছেন অনুরাগীরা। তাদের অনেকের মতে, “এত দিনে রণবীর তার মনের মতো মানুষ পেয়েছেন এবং তার সঙ্গেই রয়েছেন।”
মা হওয়ার পরে ইতোমধ্যেই কাজে ফিরেছেন আলিয়া ভাটও। দিন কয়েক আগে কাশ্মীরে শুটিং করতে দেখা যায় রুপালি পর্দার ‘ডার্লিং’কে। করন জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য শুটিং করছিলেন অভিনেত্রী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে রাহাকেও। অন্যদিকে তখন ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে ব্যস্ত রণবীর কাপুর। আলিয়া ও রাহা কাছে না থাকায় নিজের প্রিয় দুই মেয়েকে মিস করছেন তিনি, এক অনুষ্ঠানে জানান রণবীর।