বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, তার দায়ও এই সরকারকেই নিতে হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের মধ্যেও ভয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ৫০ থেকে ৬০ জন এমপির একটি তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার জন্য তাদের ওপর হামলার পরিকল্পনা রয়েছে। হায়াত-মওতের মালিক আল্লাহ, হেফাজতের মালিকও আল্লাহ। কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াতে পারে না।
পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত সভায় রুমিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে এবং কার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে-সেগুলো খুঁজে বের করতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র যদি কারও কাছে পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে।
রুমিন ফারহানা আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবেন, ভোটার হবেন এবং প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন- প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
নিজের নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, আমি সরাইল ও আশুগঞ্জ থেকে নির্বাচন করব। আমি যা বলি, তাই করি- ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই।

