চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আইরিশ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অবশেষে ডার্কওয়ার্থ লুইস মেথডে (ডিএল মেথড) সাকিব আল হাসানের বাংলাদেশ জিতেছে ২২ রানে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। সব মিলিয়ে টানা ৪টি টি-২০ ম্যাচ জিতেছে সাকিব বাহিনী।
বৃষ্টিস্নাত ম্যাচটিতে কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সর্বোচ্চ দলগত স্কোর করেছে। বাংলাদেশের ইনিংসের ৪ বল বাকি থাকতেই নেমে আসে বৃষ্টি। তখন স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২০৭ রান।
গত রোববার ওয়েস্ট-ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচে ঘটেছে বিরল এক ঘটনা। এ ম্যাচে দুই সেঞ্চুরিতে মোট রান এসেছে ৫১৭। রান বন্যার এই ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজেছেন লিটন। আর তাতে ভর করেই কিনা খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।
ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘(লিটন-রনির ব্যাটিং) খুবই ভালো লাগছিল। গতকালকে ১০০ রান ( ১০২ রান) দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, ‘কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি(হাসি)?’ (লিটন) বলে, হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।’
তাসকিন যোগ করেনন, ‘তো এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশাআল্লাহ্! এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।’