ওয়েস্ট হ্যামকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় ম্যানসিটির

0

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জালে গোল উৎসব করে চেনা রূপে ফেরার আভাস দিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

অক্টোবরের পর এই প্রথম টানা দুটি ম্যাচ জয়ের স্বাদ পেল সিটি। লিগে সবশেষ ১১ ম্যাচে দলটির এটি কেবল তৃতীয় জয়।

ম্যাচের ৪২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। সাভিনিয়ো একজনকে কাটিয়ে বক্সের বাঁ থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান। ছুটে গিয়ে বিনা বাধায় হেডে বল জালে পাঠান হলান্ড।

৫৫তম মিনিটে ফের সাভিনিয়োর রক্ষণচেরা থ্রু পাস বক্সে ধরে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। এরপর কেভিন ডে ব্রুইনের পাস পেয়ে বক্সের মধ্যে থেকে শটে স্কোরলাইন ৪-০ করেন তিনি। লিগে তার মোট গোল হলো ১৬টি। 

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here