ওয়েস্ট ইন্ডিজ সফর: দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন পূজারা

0

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং ওডিআই সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফর্মে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ-অধিনায়কের দায়িত্বে ফিরেছেন রাহানে। 

বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে মোহম্মদ শামি এবং উমেশ যাদবকে। টেস্ট এবং ওডিআই দলে সুযোগ পেয়েছেন পেসার মুকেশ কুমার। সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়ালও। দলে ফিরেছেন নভদীপ সাইনি। 

টেস্ট দল:  রোহিত শর্মা (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, কেএস ভরত, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি।

ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক),হার্দিক পান্ডেয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here