ওয়েস্ট ইন্ডিজ-যুুক্তরাষ্ট্রেই হচ্ছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ

0

গুঞ্জন উঠেছিলো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইংল্যান্ডে আয়োজন করা হতে পারে। সেই গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

আইসিসি ও ইসিবি যৌথভা জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার কোন পরিকল্পনা নেই।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে। মেগা এই ইভেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ নিবে এবং মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অংশগ্রহণকারীদের বিবেচনায় সবচেয়ে বড় আসর হবে। আইসিসি জানিয়েছে, ইভেন্টের প্রস্তুতি পুরোদমে চলছে এবং ভেন্যু পরিদর্শন সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here