ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

0
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল আফগানিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

প্রথম ম্যাচে ১৮১ রানের পুঁজি গড়ে রশিদ খানের দল জিতেছিল ৩৮ রানে। দুবাইয়ে বুধবার (২১ জানুয়ারি) ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৮৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে গুটিয়ে যায় সাত বল বাকি থাকতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় ও তিনটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের দুইটিই জিতল আফগানিস্তান। ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা ও বিশ্রাম মিলিয়ে অধিনায়ক শেই হোপ, জেসন হোল্ডারসহ নিয়মিত ক্রিকেটারদের বেশ কয়েকজনকে অবশ্য এই সিরিজে পায়নি ক্যারিবিয়ানরা।

আফগানিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ ৬৮ রান করেন দারভিশ রাসুলি। তার ৩৯ বলের ইনিংস ছিল ৫ চার ও ৩ ছক্কা। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫৯ বলে ৮৪ রান। রান তাড়ায় মন্থর শুরুর পর ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারের পঞ্চাশোর্ধ জুটি ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখালেও, এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় পেরে ওঠেনি তারা। 

বল হাতে হ্যাটট্রিক করেন মুজিব উর রাহমান। চার ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ এই রহস্য স্পিনার। একই মাঠে শেষ ম্যাচ বৃহস্পতিবার, ওয়েস্ট ইন্ডিজের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৯/৪ (গুরবাজ ১, ইব্রাহিম ২২, সেদিকউল্লাহ ৫৩, রাসুলি ৬৮, ওমারজাই ৬৮, নাবি ৭*; ফোর্ড ৪-০-২৫-২, শামার ৪-০-৩৫-১, সিমন্ডস ৪-০-৩৯-১, পিয়ের ৪-০-২৯-০, মোটি ৪-০-৫৪-০)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৫ ওভারে ১৫০ (কিং ৫০, আথানেজ ৮, লুইস ১৩, চার্লস ০, হেটমায়ার ৪৬, স্যাম্পসন ২, ফোর্ড ৬, মোটি ৯*, পিয়ের ১১, শামার ০, সিমন্ডস ১; ফারুকি ৩.৫-০-২৮-২, মুজিব ৪-০-২১-৪, ওমারজাই ৩-০-২০-২, রাশিদ ৪-০-১৯-১, নুর ২-০-৩২-০, নাবি ১-০-১৪-০, নাইব ১-০-১৫-০)

ফল: আফগানিস্তান ৩৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে আফগানিস্তান

ম্যান অব দা ম্যাচ: মুজিব উর রাহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here