ওয়াশিংটনের একটি সঙ্গীত উৎসবে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী জনাকীর্ণ জায়গাটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। শনিবার রাত সাড়ে আটটার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার পরও সঙ্গীত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: এপি