ওয়ানডে সিরিজ: আজ মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

0

তিন ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে আজ মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক সময়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে কথা বলে না। বাছাইয়ের গণ্ডিও পেরোতে পারেনি ওয়ানডের দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে সর্বশেষ আট ম্যাচেই হেরেছে তারা। সর্বশেষ জয়টি ২০১৯ সালের।

এদিকে, ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছে। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। 

ভারতের ওয়ানডে দল : 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট ও মুকেশ কুমার।

উইন্ডিজ ওয়ানডে দল : 
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, জয়ডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার ও ওশানে থমাস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here