ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজটি শুরু হবে আগামী ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তবে দলে নেই তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
অন্যদিকে, ওয়ানডে দলে ফিরছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি, যিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওডিআই মিস করেছিলেন পেশির চোটের কারণে। বর্তমানে তিনি নির্ধারিত পুনর্বাসন ও কন্ডিশনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই পেস বোলার।
নিউজিল্যান্ডের জন্য আরেক সুখবর ব্লেয়ার টিকনারের দুর্দান্ত ফর্ম। ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্স করে (৪-৩৪ ও ৪-৬৪ বোলিং ফিগার) তিনি জায়গা পাকা করেছেন স্কোয়াডে। ওয়েলিংটনে শেষ ম্যাচে ব্যাট হাতেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই সেন্ট্রাল স্ট্যাগস পেসার, যা নিউজিল্যান্ডকে ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ে সহায়তা করে।
দলে পেস আক্রমণে আরও আছেন জ্যাকব ডাফি, জ্যাক ফক্স, কাইল জেমিসন ও নাথান স্মিথসহ ছয়জন বোলার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার, সঙ্গে থাকবেন মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
কিউই কোচ রব ওয়াল্টার টিকনারের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে টিকনার যা করেছে, তার চেয়ে বেশি কিছু চাওয়া যায় না। তার গতি ও বাউন্স প্রতিপক্ষের জন্য ভয়ানক ছিল। কঠিন সময়ে সে যেভাবে পারফর্ম করেছে, সেটা তার পরিশ্রমেরই ফল।”
ওয়াল্টার আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সবসময় বিপজ্জনক দল। তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই আমাদের জন্য সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওডিআই ফরম্যাটে উন্নতির ধারাটা ধরে রাখার জন্য।”
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
সিরিজ সূচি :
১ম ওডিআই – ক্রাইস্টচার্চ, ১৬ নভেম্বর
২য় ওডিআই – নেপিয়ার, ১৯ নভেম্বর
৩য় ওডিআই – হ্যামিলটন, ২২ নভেম্বর।

