ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান করে মুস্তাকিমের ইতিহাস

0

স্বীকৃত ক্রিকেট টুর্নামেন্টে ৪০৪* রানের ইনিংস খেলে আজ ইতিহাস গড়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম। এছাড়া যেকোনো পর্যায়ে যেকোনো সংস্করণে ৪০০ রানের ইনিংস খেলার রেকর্ড নেই বাংলাদেশের কোনো ব্যাটারের।

ওয়ানডে সংস্করণের ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে। ওপেনিংয়ে নেমে ৪০৩ রানে অপরাজিত থাকেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫০ চার ও ২২ ছক্কায়। ব্যাটিং করেছেন ৪ ঘণ্টা ২০ মিনিট।

মুস্তাকিমের ৪০০ রানের রেকর্ডের দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন পারভেজ। তাদের তাণ্ডবের দিনে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরিস। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০ রান করেন শেষ ব্যাটার অপূর্ব বাড়োই। মোট ব্যাটারের মধ্যে ৭ জনই ডাক মেরেছেন। হাসান হৃদয়ের ৬ উইকেটের বিপরীতে ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক পারভেজ। এতে ৭৩৮ রানের জয় পায় ক্যামিব্রিয়ান।

দেশের ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৩৩৪ রানের। মিরপুরে রেকর্ডটি গড়েন তামিম ইকবাল। ২০২০ সালে প্রথম শ্রেণির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৪২ চার ও ৩ ছক্কায়। তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে ত্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৭ সালে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন বরিশাল বিভাগের হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here