ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করলেন টম লাথাম। বাংলাদেশের বিপক্ষে ১২তম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে টসের পরপরই বৃষ্টি নামে। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে। বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে দলটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার দুই বলে ২ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে নিউজিল্যান্ড। উইল ইয়াং ৪১ রান এবং টম লাথাম ৫১ রানে অপরাজিত আছেন।
এখন আবার এসেছে বৃষ্টি। তাতে তৃতীয়বারের মতো বন্ধ আছে খেলা। শঙ্কা আছে আরও ওভার কমার।