ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরার লড়াইয়ে যারা

0

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের কাজ শুরু করেছে। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের চারজনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে আইসিসি। দিয়েছে বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার আর বর্ষসেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাও।

বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পাওয়া চার জন হলেন, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।

বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের চারজনের তালিকায় আছেন ভারতের পেসার অর্শদীপ সিং, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ব্যাটার বাবর আজম আর ট্রাভিস হেড।

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত চারজন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট।

বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, পাকিস্তানের সাইম আইয়ুব ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ।

সেরা নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা। এর জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ভোট দেওয়া যাবে আগামী ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here