জরুরি সভা থেকেও জরুরি কাজটা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে অধিনায়ক চূড়ান্ত করার ভার দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।
তবে কবে নাগাদ ওয়ানডে অধিনায়ক চূড়ান্ত করা হবে সে বিষয়ে অবশ্য একটা টাইমলাইন বেঁধে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানিয়েছেন, ‘আশা করি, আগামী দুই-তিন দিনের মধ্যে, ১২ অগাস্ট পর্যন্ত ডেডলাইন আছে, তার আগে আমরা অধিনায়ক ঠিক করে আপনাদের জানিয়ে দেব।’