আয়ারল্যান্ডের সামনে পাহাড়সম রানের টার্গেট দাঁড় করিয়েছে টাইগাররা। আর এই দিনেই নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তামিম ইকবালের দল।
সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রান করেছিল টাইগাররা। ক্রিকেটের এই ফরম্যাটে সেটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।
অন্যদিকে ব্যাট হাতে তাওহীদ হৃদয়ও ছোটোখাটো ঝড় তুলেছেন। ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি।