টি-টোয়েন্টিতে তিনি নাম্বার ওয়ান। তবে ওয়ানডেতে একেবারে ছন্নছাড়া। তাই এশিয়া কাপের দলে জায়গা মিললেও ভারতের বিশ্বকাপ দলে জায়গা মিলবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। সূর্যকুমার যাদবকে ওয়ানডের চার নম্বর পজিশনের ভরসা বানাতে চায় রোহিত শর্মার দল। তবে আস্থার প্রতিদান দিতে পারছেন না যাদব।
তবে হাল ছাড়তে নারাজ সূর্যকুমার। তার বিশ্বাস, দ্রুতই রান করার ব্যাপারটা বাগে আনতে পারবেন তিনি। কারণ তাকে পরামর্শ দিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। একই সঙ্গে, এক দিনের ক্রিকেটকে সবচেয়ে কঠিন ফরম্যাট বলতেও দ্বিধা নেই তাঁর।
সূর্যকুমার আরো বলেছেন, ‘সবাই বলে আমার জন্য নাকি টি-টোয়েন্টি ক্রিকেটই ভাল। দুটোই সাদা বলের ক্রিকেট। আসলে ৫০ ওভারের ক্রিকেটে রান করার কায়দা এখনও রপ্ত করতে পারিনি। কিন্তু কঠোর অনুশীলন করে সেটা রপ্ত করার চেষ্টা করছি। আমার মতে, এটাই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট।’
কেন এ কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন সূর্য। তার মতে, ‘এই ফরম্যাটের ক্রিকেটে বাকি দুটো ফরম্যাট মেশানো রয়েছে। প্রথমে শান্ত মাথায় ক্রিজে থিতু হতে পারে। পরে স্ট্রাইক রোটেড করতে হবে এবং শেষের দিকে গিয়ে টি-টোয়েন্টির মতো আক্রমণাত্মক খেলতে হবে।’