ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

0
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম প্রতিপক্ষকে অলআউট করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। পাঁচটি ক্যাচ মিস ও ফিল্ডিংয়ে দুর্বলতার পরও নিজেদের ব্যাটিংয়ে বড় সংগ্রহ করতে পারেনি টাইগ্রেসরা।

টস জিতে শুরুটা দারুণ হলেও খেই হারায় বাংলাদেশ। দলের একমাত্র শক্তি ছিলেন সোবহানা মোস্তারি। তিনি অপরাজিত ৮০ বলে ৬৬ রান করে বাংলাদেশকে ৯ উইকেটে ১৯৮ রানের সংগ্রহে পৌঁছে দেন। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রেকর্ড।

ভারতের ভিশাখাপটনমে টস জিতে ব্যাটিং শুরু করেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। ওপেনাররা শুরু ভালো করলেও দ্রুত ছন্দ হারায়। ফারজানা ২৪ বলে ৮ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার যোগ করেন ৪১ রান। ঝিলিক ৫৯ বলে ৪৪ রান করে আউট হন। এরপর দলের ব্যাটিংয়েই ধস নামে।

দেড়শোর আগেই দলের খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা। তার ৮০ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংসের কারণে বাংলাদেশ দুইশোর নিচে থামে না।

ফিল্ডিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিছুটা ছন্নছাড়া ছিল। অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া হয়। বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়া দুইশোর নিচে আটকে রাখা সম্ভব হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং, জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। ম্যাগান স্কট নেন একটি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here