ওয়াগনার বিদ্রোহের পর অনেকটাই থমথমে পরিবেশ রাশিয়ায়। শঙ্কার মেঘ কাটলেও এখনো মস্কোতে স্বস্তি ফেরেনি। সেই সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন দেখতে মুখিয়ে থাকা অনেকেও রয়েছেন অস্বস্তিতে। পুতিন মিত্রদেরও এই বিদ্রোহ খানিকটা শঙ্কিত করেছিল।
ওয়াগনার বিদ্রোহের অবসান হওয়ার দুই দিন পার না হতেই পুতিনের সাথে ফোনালাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন আল থানি।
কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম কিউএনএ জানিয়েছে, ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেছেন দুই নেতা। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে কথা বলেছেন তারা।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ অবস্থানে রয়েছে কাতার। শান্তিপূর্ণ সমাধানের কথা বললো কাতার কখনো রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদনি/নাজমুল