ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবারের মতো দেখা গেল পুতিনকে

0

রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের একদিন পর দেশটির সরকারি টিভিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দেখা গেছে। 

সংবাদদাতারা বলছেন, পুতিন ও তার সরকার যে তাদের স্বাভাবিক কাজকর্মে করে যাচ্ছেন এমন একটা চিত্রই তুলে ধরা হচ্ছে।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসান এবং এই গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোশিনের রাশিয়া ত্যাগের পর এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পুতিনকে কোন ভিডিওতে দেখা গেল।

এতে একটি যুব শিল্প ফোরামে আগত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্টকে ভাষণ দিতে দেখা যায়। এতে তিনি ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট ঘটনাবলীর কোন উল্লেখ করেননি। তবে ভাষণটি কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়।

এছাড়া প্রেসিডেন্ট পুতিন আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ফোনে কথা বলেছেন বলে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে ওয়াগনার বিদ্রোহের প্রতি ইঙ্গিত করে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট রুশ নেতৃত্বের প্রতি তার পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

অন্যদিকে, যে শহরটি ছিল ওয়াগনার গ্রুপের বিদ্রোহী তৎপরতার কেন্দ্র-সেই রোস্টভ-অন- ডনে ঐক্যের ডাক ও রক্তপাতের বিরুদ্ধে সতর্কবাণী সম্বলিত পোস্টার দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। টেলিগ্রামে স্থানীয় একটি চ্যানেলে এসব পোস্টারের ছবি দেখা যায়।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসান এবং এই গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোশিনের রাশিয়া ত্যাগের পর সোমবার প্রথমবারের মতো শোইগুকেও টিভিতে দেখা গেছে।

শোইগুকে ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈন্যদের পরিদর্শন করতে দেখা যায়, তবে কখন এবং কোথায় এসব ভিডিও ধারণ করা হয়েছে তার কোন আভাস দেয়া হয়নি।

ওই বিদ্রোহের সময় প্রিগোশিন-শোইগুকে “অশুভ” বলে আখ্যায়িত করে তাকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছিলেন।

বিবিসির সংবাদদাতা কেলিন ডেভলিন বলছেন, শোইগুর এ সফর যখনই হয়ে থাকুক, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে শোইগু স্বপদে বহাল আছেন।

ইতোমধ্যে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বলেছেন, রাশিয়ার “স্থিতিশীলতা চ্যালেঞ্জের সম্মুখীন” এবং দেশকে অবশ্যই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পেছনে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই ঘটনাবলীর পর রুশ মুদ্রা রুবলের মূল্যমান গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যায়। তবে কিছুক্ষণ আগে তার দর ডলারের বিপরীতে ৮৭.২৩০০ থেকে দুই শতাংশ বেড়েছে।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here