সরাসরি ওয়াগনার বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার পথে হাঁটছে রাশিয়া। গেল কয়েক মাস ধরে প্রাইভেট এই বাহিনীটি রাশিয়ার পক্ষে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এদের মধ্যে অনেক সাজাপ্রাপ্ত কয়েদিও আছে।
শনিবার রাশিয়ার সহকারী প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকোভ বলেছেন, স্বেচ্ছায় যুদ্ধ করা বাহিনীটিকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তি করতে বলা হয়েছে।
ইউক্রেনের বাখমুতে রাশিয়ার হয়ে লড়াই করেছে ওয়াগনার বাহিনী। বাখমুত শহরটি নিয়ন্ত্রণে নিয়ে এই বাহিনী ইউক্রেন লড়াইয়ে রাশিয়াকে অনেকখানি এগিয়ে দিয়েছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে ওয়াগনার প্রধান বলেছেন, ‘ওয়াগনার শোইগুর (রুশ প্রতিরক্ষামন্ত্রী) সাথে কোনো চুক্তিতে যাবে না।’ ‘শোইগু সামরিক বাহিনীকে ভালোভাবে কাজে লাগাতে পারে না।’
সূত্র: বিবিসি