ওয়াগনার প্রধান কোথায় আছেন জানালেন লুকাশেঙ্কো

0

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বর্তমান তার দেশে (বেলারুশে) অবস্থান করছেন। 
বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে।

গত শনিবার বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সেনাদের নিয়ে তিনি মস্কোর দিকে রওনা হচ্ছিলেন। কিন্তু লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তিনি ফিরে আসেন। 

এই অডিও বার্তায় প্রিগোজিন মস্কো অভিমুখে রওনা দেওয়ার পর ফিরে আসার দুইটি কারণের কথা বলেন। প্রিগোজিন বলেন, ‘রক্তপাত এড়াতে তিনি মস্কোর দিকে এগোননি।’  দ্বিতীয় কারণ হলো- ‘তিনি প্রতিবাদ প্রদর্শন করেছেন প্রেসিডেন্ট পুতিনকে  ক্ষমতাচ্যুত করতে চাননি।’

১১ মিনিটের বার্তায় প্রিগোজিন আরও বলেন, বিক্ষোভের উদ্দেশ্য ছিল ওয়াগনারের ধ্বংস এড়ানো এবং সে সব কর্মকর্তাদের জবাবদিহি করা যারা তাদের অ-পেশাদার কর্মের মাধ্যমে ব্যাপক সংখ্যক ভুল করেছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here