ওয়াগনার প্রধানের হুমকিতে টনক নড়ল পুতিনের, যা জানা গেল

0

বাখুমতে লড়াই করা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের হুমকিতে টনক নড়েছে রাশিয়ার। জানা গেছে প্রতিশ্রুত বিস্ফোরক ও গোলাবারুদ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মস্কো। ওয়ানগার বস নিজেই এ কথা জানিয়েছেন। রুশ সমর্থিন বাহিনীটি বাখমুতে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

গত বৃহস্পতিবার প্রিগোজিন রাশিয়াকে প্রতিশ্রুতি না রাখার জন্য আক্রমণ করেছিলেন। পরের দিনই তিনি কাঙ্ক্ষিত গোলাবারুদ না পেলে ১০ মের মধ্যে তার যোদ্ধারা বাখমুত ত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

এর আগেও অবশ্য ওয়াগনার বস বেশ কয়েকবার রাশিয়াকে হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি রুশদের হয়ে লড়াই অব্যাহত রখেছেন।

নতুন বিবৃতিতে প্রিগোজিন দাবি করেছেন, রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন বিষয়টি দেখছেন। তার বিষয়ে ওয়াগনার বস বলেছেন, ‌‘তিনিই একমাত্র তারকাখচিত জেনারেল যিনি আসলে বোঝেন যুদ্ধটা কীভাবে করতে হয়।’ ‘বাকি সেনা জেনারেলরা দায়িত্ববান নয়।’

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here