বেলারুশে রাশিয়ার ওয়াগনার বাহিনীর সদস্যরা জড়ো হচ্ছে এমন খবরেই সতর্ক অবস্থায় ছিল পোল্যান্ড। এরপর বেলারুশে ওয়াগনার বাহিনী পৌঁছানোর পর আরো আতঙ্কি হয়ে পড়ে ইউক্রেন ও বেলারুশের সীমান্তবর্তী দেশ।
জানা গেছে, বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন থেকে প্রত্যাহার করে নেওয়া ওয়াগনার বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করার পরই ওয়াগনার বাহিনীকে বেলারুশে পাঠানো হয়।
এর আগে ওয়াগনার আতঙ্কে বেলারুশ সীমান্তে ধাতব বেড়া নির্মাণ করেছিল পোল্যান্ড। ভারী অস্ত্রশস্ত্র ও ক্যামেরা সমেত কয়েক হাজার সেনাও মোতায়েন করা হয়েছিল।
বৃহস্পতিবার জানানো হয়েছে, মোতায়েন করতে যাওয়া এই নতুন দশ হাজার সেনার চার হাজার সরাসরি সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করবে। বাকিরা কাজ করবে রিজার্ভ ফোর্স হিসেবে।
সূত্র: আল জাজিরা