রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের ২৪ ঘণ্টার আকস্মিক বিদ্রোহের অবসানের পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শইগুকে।
সোমবার সকালের দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে রুশ প্রতিরক্ষামন্ত্রী শইগুকে একটি বিমানে দেখা যায়। এ সময় তার এক সহকর্মীও ওই বিমানে ছিলেন।
কয়েক মাস ধরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ ওয়াগনারের সৈন্যদের জন্য যুদ্ধের পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তাদের ওপর ব্যাপক ক্ষুব্ধ ছিলেন এই বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
ন্যায়বিচার নিশ্চিত করার জন্য শনিবার শইগু ও ভ্যালেরির বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে মস্কো অভিমুখে সৈন্যবহর পাঠিয়ে দেন তিনি। একই সঙ্গে রাশিয়ার এই দুই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাকে তার হাতে তুলে দেওয়ার দাবি জানান।
পরে বেলারুশের মধ্যস্থতায় নাটকীয়ভাবে ওয়াগনারের বিদ্রোহের অবসান ঘটে। এরপর ওয়াগনার সৈন্যরা প্রিগোজিনের নির্দেশে ঘাঁটিতে ফিরে যান। আকস্মিক এই অস্থিতিশীল পরিস্থিতির পর থেকে গেরাসিমভকে এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি।
বিদ্রোহের অবসানে চুক্তি হলেও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের পদে পরিবর্তন আনার বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। ক্রেমলিন বলেছে, কর্মকর্তা পরিবর্তনে কেবল প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতা রয়েছে। তবে চুক্তিতে এই বিষয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি।