ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহের সঙ্গে ওয়াশিংটন জড়িত নয় বলে ইঙ্গিত দিয়েছেন মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই তথ্য জানিয়েছেন।
লাভরভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনারের বিদ্রোহকে ‘রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসি।
ইয়েভগেনি প্রিগোজিনকে সর্বশেষ একটি গাড়িতে করে দক্ষিণ রাশিয়ার রোস্তভ–অন–দন শহর ত্যাগ করতে দেখা যায়
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ওয়াগনারের বিদ্রোহে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা আছে কিনা রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো তা তদন্ত করে দেখছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামলে ওয়াগনারের এই বিদ্রোহকে রাশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিদ্রোহ ঘোষণার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছিলেন পুতিন। সূত্র: আল জাজিরা