ওয়াক্ফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, বিএসএফ মোতায়েন

0

ভারতে বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী আইন পাস হওয়ার পর অশান্ত পশ্চিমবঙ্গ। বিশেষ করে কলকাতাসহ রাজ্যটির মুসলিম অধ্যুষিত জেলার একাংশ। যার জেরে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবারও অশান্ত ছিল মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ এলাকা। সড়কে সরকারি বাস, পুলিশের গাড়ি ও একাধিক মোটরসাইকেল জ্বলেছে। কোথাও কোথাও ট্রাফিক সিগন্যালও ক্ষতিগ্রস্ত হয়েছে।  

পরিস্থিতি সামাল দিতে পুলিশ অসংখ্য টিয়ারসেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ওপর গুলিও চালায় তারা। পুলিশের গুলিতে আহত হয় এক কিশোর। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সব মিলিয়ে ওয়াক্ফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশশি অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ।  

শুক্রবার রাতে শেষ পাওয়া খবর পর্যন্ত পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। বিক্ষোভ দমন করতে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মোতায়েন করা হয়েছে। অশান্ত মুর্শিদাবাদে রাতে টহল দিচ্ছে বিএসএফ।  

এর আগে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে করে সেখানে জারি রয়েছে ১৪৪ ধারা। কিন্তু তা অমান্য করেই হয় জমায়েত। জেলাটির ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধ ছিল ট্রেন চলাচল।

এদিন ওয়াক্ফ আইন বাতিলের জন্য মুর্শিদাবাদের সুতি এবং সামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ মিছিল করে এগোচ্ছিলেন। মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন, তখন বাধা দেয় পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের ঠেকাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন সাজুর মোড়ে সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে জাতীয় সড়ক থেকে অবরোধ উঠে গেলে রাত ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।  

রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে একাধিক সহিংসতার খবর সামনে আসে। একই অবস্থা কলকাতা শহরে। জুমার নামাজের পরই ওয়াক্ফ আইনের বিরোধিতায় পথে নামেন বিক্ষোভকারীরা। শহরের পার্কসার্কাস এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে বিক্ষোভকারীদের মিছিল। পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অপরদিকে, কলকাতার এসপ্ল্যানেডে টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পক্ষ থেকে পার্কস্ট্রিট সংলগ্ন এসপ্ল্যানেডের রাজপথ অবরোধ করে দেওয়া হয়। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। আর এর জেরে সন্ধ্যা পর্যন্ত এক প্রকার স্তব্ধ হয়ে যায় পুরো কলকাতা। একপর্যায়ে বিক্ষোভকারীদের চারদিক থেকে ঘিরে রাখে পুলিশ।

গত ২ এপ্রিল ভারতের সংসদ ভবনের দুই কক্ষে (লোকসভা এবং রাজ্যসভা) পাস হয় বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল। যার ওপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে সেই বিল আইনে পরিণত হয়েছে। নতুন ওয়াক্ফ সংশোধনী আইনের বিরোধিতায় দেশটিতে আন্দোলন-প্রতিরোধ গড়ে উঠছে। মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি বিজেপিবিরোধী একাধিক রাজনৈতিক দলগুলো প্রতিবাদ জানাচ্ছে। আর এর আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গসহ কলকাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here