ওয়াকফ আইন: সবাইকে শান্ত রাখার আবেদন মমতার

0

সম্প্রতি ভারতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে। কিন্তু সেই আইনের বিরোধিতায় গোটা ভারতেই বিক্ষোভ, প্রতিবাদে সামিল হচ্ছে মুসলিম সমাজ।

গত কয়েকদিন ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রাজপথে নেমেছে মুসলিমরা। আলাদা করে প্রতিবাদ করছে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বামেরা। কিন্তু এই বিক্ষোভ, প্রতিবাদ কোথাও কোথাও আবার সহিংসতায় রূপ নিয়েছে।

এমন অবস্থায় রাজ্যের মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন।

তিনি বলেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার, কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে বাস্তবায়িত হবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here