ওভাল টেস্টে স্কোয়াডে অলরাউন্ডার যোগ করলো ইংল্যান্ড

0
ওভাল টেস্টে স্কোয়াডে অলরাউন্ডার যোগ করলো ইংল্যান্ড

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বোলিং আক্রমণে খুব একটা পরিবর্তন আনেনি ইংল্যান্ড। টানা খেলায় ‘ক্লান্ত হয়ে যাওয়া’ বোলিং বিভাগে এবার নতুন খেলোয়াড় যোগ করেছে তারা। ওভাল টেস্টের দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনকে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ ম্যাচের জন্য ইতোমধ্যে ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দলে থাকাদের সঙ্গে নতুন সংযোজন ওভারটন। সবশেষ চার টেস্টে প্রায় একই একাদশ নিয়ে খেলেছে ইংল্যান্ড। কেবল দুই দফায় একজন করে পরিবর্তন এনেছে তারা। প্রথম দুই টেস্টের পর জশ টংয়ের জায়গায় গত দুই ম্যাচে খেলেছেন জফ্রা আর্চার। আর লর্ডস টেস্টে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়া অফ স্পিনার শোয়েব বাশিরের বদলে চতুর্থ টেস্টে খেলেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন।

টানা চারটি টেস্টে খেলেছেন দুই পেসার ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। পেস বোলিং অলরাউন্ডার ও ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও ছিলেন গত চার ম্যাচেই। দুই দল মিলিয়েই সবচেয়ে বেশি ১৬৭ ওভার বোলিং করেছেন ওকস। ১৫৫ ওভার করে কার্স ও ১৪০ ওভার করে স্টোকসও খুব একটা পিছিয়ে নেই। আর আর্চার তো চার বছর টেস্ট দলের বাইরে থাকার পর কেবলই ফিরলেন।

ওল্ড ট্র্যাফোর্ডে সবশেষ ম্যাচে প্রচুর ধকল গেছে ইংলিশ বোলারদের। দুই ইনিংস মিলিয়ে ২৫৭.১ ওভার বোলিং করতে হয়েছে তাদের। গত রবিবার শেষ দিনে ম্যাচটি ড্র হয়। ম্যাচের পর ক্লান্তির কথা স্বীকার করে স্টোকস বলেন, পরের টেস্টে তাদের নতুন খেলোয়াড় প্রয়োজন হতে পারে।

ওভাল টেস্টে ওকসকে বিশ্রাম দিতে পারে ইংল্যান্ড। অভিজ্ঞ এই পেসারের জায়গায় খেলাতে পারে গাস অ্যাটকিনসনকে, যিনি হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন। সেই প্রমাণ গত সপ্তাহে সারের দ্বিতীয় একাদশের হয়ে খেলে দিয়েছেন। ১১ উইকেট নিয়ে সিরিজে এখনও ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি টংয়েরও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। আর ডাক পাওয়া ওভারটনকেও খেলাতে পারে ইংল্যান্ড।

ক্যারিয়ারে একটি টেস্টই খেলেছেন ওভারটন, সেটিও তিন বছর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতই দেখা যায় তাকে। এই সংস্করণে এখন পর্যন্ত ৯৮ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন ছয়বার। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন ওভারটন। একটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। সঙ্গে ১৩ ফিফটিতে রান করেছেন ২ হাজার ৪০১।

পঞ্চম টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here