ওভালে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫৩ রানের রেকর্ডটা এত দিন ছিল এই কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। গতকাল জেমস অ্যান্ডারসনকে টানা দুই বাউন্ডারি মেরে রেকর্ডটা পেছনে ফেলেন অস্ট্রেলিয়ারই স্টিভেন স্মিথ।
ঐতিহ্যবাহী ভেন্যুটিতে খেলতে নেমেছিলেন ৫৪৬ রান নিয়ে। দ্বিতীয় দিন তিনি আউট হন ৭১ রানে, তাতে ওভালে তাঁর রান বেড়ে দাঁড়ায় ৬১৭। অস্ট্রেলিয়া অল-আউট হয়েছে ২৯৫ রানে। প্রথম ইনিংসে তাদের লিড মাত্র ১২ রানের।