‘ওপেনএআই’ ও মাইক্রোসফটের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

0

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ এবং এই সংস্থায় বিনিয়োগকারী সংস্থা মাইক্রোসফটের বিরুদ্ধে কপিরাইট (স্বত্ব লঙ্ঘন) অভিযোগে মামলা দায়ের করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। 

যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটন ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে।

সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রকাশিত খবর ব্যবহার করা নিয়ে এপ্রিল মাসেই মাইক্রোসফট ও চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা হয়েছিল ঠিকই। কিন্তু এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ চ্যাটজিপিটিকে কোনও লিখিত অনুমতি দেওয়া হয়নি। তবে ওপেনএআই-এর মুখপাত্র লিন্ডসে হেল্ড জানান, তাদের সংস্থা নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে এমন মামলার ঘটনা হতবাক করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট কর্তৃপক্ষ।

সূত্র: নিউইয়র্ক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here