২০১৫ সালে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটিকে খুঁজে পেতে সহায়তা করার সময় করা চুক্তি ভঙ্গের অভিযোগে ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্ক।
মামলায় বলা হয়েছে, স্যাম অল্টম্যান ও ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান মূলত ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেছিলেন একটি ওপেন সোর্স, অলাভজনক প্রতিষ্ঠান তৈরির জন্য, যা ‘মানবতার সুবিধার’ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশ করবে।
ওপেনএআই, মাইক্রোসফট এবং ইলন মাস্ক তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ইলন মাস্ক ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা চালান এবং ২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন।