প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাংগার সিনেমা ‘অ্যানিমেল’। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।
তবে ছবিটির ওটিটি ও স্যাটেলাইট মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আগে শোনা গিয়েছিল, ২৬ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। তবে ছবিটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিওস লিমিটেড ‘অ্যানিমেল’-এর ওটিটি ও স্যাটেলাইট মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। খবর এনডিটিভির।
এদিকে ই টাইমসকে টি-সিরিজের একটি সূত্র জানায়, ছবিটি মুক্তির মাত্র দেড় মাস হয়েছে। টি-সিরিজ লাভবণ্টন চুক্তিকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে কেন এই তাড়াহুড়া? চুক্তিতে বলা হয়েছে যে মুক্তির ৬০ দিন পরে বিবৃতি দেওয়া হবে, যা এখনো পূর্ণ হয়নি।
আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।