ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে কঠিন সময় পার করছেন রোহিত শর্মা। নিজের শরীর কমাতে উঠেপড়ে লেগেছেন তিনি। অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন, ট্রেনার রেখে রাস্তায় মারছেন কয়েক পাক। ওজন কমানো চাই-ই চাই।
রোহিতের ব্যাটিং দুর্দশার সমালোচনা জোরাল হয় বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালে। অস্ট্রেলিয়ায় রোহিত ভূপাতিত হওয়ার পর ভারত দলে তার জায়গা নিয়েও প্রশ্ন ওঠে। এমন ব্যর্থ হতে থাকলে, ভবিষৎ খারাপ হতে পারে বোর্ডও রোহিতকে সতর্ক করে দিয়েছিল। সেই সময় কিংবদন্তি সুনীল গাভাস্কার, নভোজিৎ সিংরা পরামর্শ দিয়েছিলেন— যদি ওজন কমাতে পারে তবে রোহিত ব্যাটে রানও পেতে পারে। ওই পরামর্শ মেনেই ফিট হতে উঠেপড়ে লেগেছেন রোহিত।
স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, রোহিতকে দেখা যাচ্ছে নীল গেঞ্জি আর শর্টস পরে দৌড়াচ্ছেন। ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে স্প্রিন্টিং করছেন রোহিত। তার সঙ্গে একজন ট্রেনার। স্প্রিন্ট সেশনের পর দুজনকে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়।
জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ভারতের ক্রিকেটারদের। জুনিয়রদের বাধ্যতামূলক, সিনিয়রদের পরামর্শ— কড়া নির্দেশ। রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীরের পর ভারতের বোর্ডও চাপ বাড়াচ্ছে। ফুসরত পেয়ে সেই কারণে রঞ্জিতে খেলতে নামছেন রোহিত শর্মা। ওই তালিকায় আছে ঋষভ পান্ত, শুভমন গিল ও জশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির নাম।