বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। এমনকি বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়েও বহু গুঞ্জন শোনা গেছে।
এবার জয়া বচ্চনের একটি পুরোনো মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। কারণ, তিনি মনে করেন, ঐশ্বরিয়া শুধুমাত্র তার ছেলের স্ত্রী, তার নিজের মেয়ে নন।
জয়া বচ্চন বরাবরই সরাসরি কথা বলার জন্য পরিচিত। অনেকেই তাকে ঠোঁটকাটা স্বভাবের এবং কঠোর মনোভাবের বলে উল্লেখ করেন। এক পুরোনো সাক্ষাৎকারে ঐশ্বরিয়া সম্পর্কে করা মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সাক্ষাৎকারে জয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কঠোর, বউমা ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর? জয়ার স্পষ্ট উত্তর ছিল, “কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বউমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।”
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “বউমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না?” আবার কেউ কেউ লিখেছেন, “এত বছর একসঙ্গে থেকেও এত দূরত্ব! খুবই হতাশাজনক।”
জয়া বচ্চনের এই মন্তব্য বচ্চন পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।