আগেই অভিষেক বচ্চনের হাত থেকে উধাও হয়েছিল বিয়ের আংটি। সে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে বেশ। এবার দেখা গেল বিয়ের আংটি নেই ঐশ্বরিয়া রায়ের হাতেও।
আর টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবদেনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্রবধূকে আর অনুসরণ করছেন না অমিতাভ বচ্চন।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন গত মাসখানেক ধরে চলছে। সময়ের সাথে সাথে এই দুই তারকা অভিনয় শিল্পীর সংসারিক জটিলতা প্রকাশ্য হচ্ছে।
ননদ শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনীত প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’র বিশেষ প্রদর্শনীতে ঐশ্বরিয়াকে বিয়ের আংটিবিহীন অবস্থায় দেখা যায়। গত মাসখানেক ধরে বাবার বাড়িতেই থাকছেন ঐশ্বরিয়া। তবে শ্বশুর বাড়ির সবার সঙ্গে ওই সিনেমার প্রদর্শনীতে হাজির ছিলেন তিনি।
২০০৭ সালে বিয়ে করে সংসার শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। এর মাঝেও বিয়ে ভাঙার গুঞ্জন চাউর হয়েছিল। তবে সে গুঞ্জন শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এবারও এই দম্পতি বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।