ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের মধ্যে কলহ নিয়ে বচ্চন পরিবারে অশান্তি। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া নাকি ইতিমধ্যেই আরাধ্যাকে নিয়ে বাড়ি ছেড়েছেন- খুলে ফেলেছেন বিয়ের আংটিও। এসব গুঞ্জনের মাঝেই মেয়ের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির এই তারকা দম্পতি। সেই ভিডিও ভাইরাল হলে প্রশ্ন ওঠে- কী সত্যিই বিচ্ছেদের পথে এই দুই তারকা? নাকি অশান্তির ইতি ঘটেছে?
হাজার হাজার প্রশ্নের মাঝে হঠাৎই ভাইরাল হল ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়ের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে ঐশ্বরিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুরেশ। ভাইরাল হওয়া পুরনো সাক্ষাৎকারে সুরেশ জানিয়েছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে বিবেকের যে প্রেম রয়েছে সেটা আমি জানতাম না। আমাকে প্রথম এই প্রেমের কথা বলেন পরিচালক রামগোপাল ভার্মা। তার পরেই আমি বিবেককে বুঝিয়ে ছিলাম, ঐশ্বরিয়ার থেকে দূরে থাকতে। কিন্তু বিবেক কথা শোনেননি।