পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক এবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্যের পর ক্ষমা চাইলেন। বুধবার ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান আব্দুল রাজ্জাক। তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এতে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট কোচিং এবং এর উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। কিন্তু মুখ ফসকে এবং ভুলক্রমে ঐশ্বরিয়া রায়ের নাম নিয়ে ফেলি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। কারো আবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।’
এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়, সমালোচনার মুখে পড়েন আব্দুল রাজ্জাক। নেটিজেনদের পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও কড়া সমালোচনা করেন রাজ্জাকের। পরে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চান রাজ্জাক।