নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে মঙ্গলবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, বর্তমানে পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন নেই। যারা তত্বাবধায়ক সরকার চায় তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। আগামী নির্বাচন বাংলাদেশের সংধিান অনুযায়ীই হবে। আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করবে ইনশাল্লাহ।
সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মহিউদ্দীন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, আওয়ামী লীগ নেতা মোর্শেদা জামান, কবি সালেহা ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদুজ্জামান লিটন, সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, মিজানুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় প্রমুখ।
৭ মার্চ রেসকোর্স মাঠে উপস্থিত থাকার স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, যে রাজনৈতিক দল ক্যান্টনমেন্টে গঠিত হয় সে দল কখনো জনগণের কল্যাণ করতে পারে না। অতীতে যেভাবে অগ্নি সন্ত্রাসী দলটি বাংলাদেশের জনগণদ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, আগামী নির্বাচনেও তেমনি প্রত্যাখ্যাত হবে। অনুষ্ঠানে কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারের ‘শেখ হাসিনার’ ওপর লেখা সদ্য প্রকাশিত বইটি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।