ঐতিহাসিক রোমে হবে ইলন মাস্ক-জুকারবার্গের ‘খাঁচা যুদ্ধ’

0

এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সাথে বহুল আলোচিত ‘খাঁচা যুদ্ধের’ স্থানের কথা জানালেন টুইটার কর্তা ইলন মাস্ক। কয়েকদিন ধরেই জুকারবার্গের সাথে লড়াইয়ে নামার বিষয়টি ঘটা করে প্রচার করে আসছেন টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক।

এক টুইটে মাস্ক জানিয়েছেন, জুকারবার্গের সাথে তার এই খাঁচা যুদ্ধ হবে ইতালির রোমের ঐতিহাসিক জায়গায়। মাস্কের দাবি, এই লড়াই হবে এক মহাকাব্যিক স্থানে। 

মাস্ক এক টুইটে বলেছেন, ‌‘জুক’স ফাউন্ডেশনের ও আমি এই লড়াইয়ের আয়োজন করবো। এটা এই প্ল্যাটফর্ম (টুইটার) ও মেটায় সরাসরি সম্প্রচার করা হবে। সবকিছু ক্যামেরার সামনেই রোমে ঘটবে। এরচেয়ে আধুনিক আর কিছু নাই। আমি ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলেছি।’

এ লড়াই থেকে আয় করা অর্থ প্রবীণদের কল্যাণে ব্যয় করার ঘোষণাও দিয়েছেন মাস্ক।

 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here