ঐক্য ও দেশপ্রেম থাকলে জাতি সব বাধা অতিক্রম করতে পারে: চসিক মেয়র

0
ঐক্য ও দেশপ্রেম থাকলে জাতি সব বাধা অতিক্রম করতে পারে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ঐক্য ও দেশপ্রেম থাকলে জাতি সব বাধা অতিক্রম করতে পারে।  স্বাধীনতা পরবর্তী সরকারের রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি ও অনিশ্চয়তার মধ্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরে দেশের ইতিহাসে এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন।  ৭ নভেম্বর সিপাহি জনতার ঐক্যবদ্ধ আন্দোলন দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে দেশে স্থিতিশীলতা ও ঐক্যের সূচনা করে। দেশ নতুন দিকনির্দেশনা পায়।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে নগরের চসিক পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘৭ নভেম্বর ’৭৫ হতে জুলাই বিপ্লব ’২৪’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাতীয়তাবাদী গবেষণা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ফেরদৌস, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, সংগঠক ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা খোরশেদুল আলম। 

জাতীয়তাবাদী গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রিল্যান্স লেখক, প্রবন্ধকার মো. ইমরান চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনাম্লু হক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওমর ফারুক, পরিষদের সিনিয়র সহ সভাপতি খোরশেদুর রহমান, সহ সভাপতি শামসুল আনোয়ার, রাজনীতিক মহিউদ্দিন বাদল, এডভোকেট এরশাদুর রহমান রিটু, নকিব উদ্দিন ভুইয়া, আশফাক উদ্দিন আহমদ, কে এম সেলিম, নুরুল আজাদ, জসিম উদ্দিন মামুন, সজ্ঞয় আচার্য, মোহাম্মদ শাহজাহানসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here