দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। আওয়ামী লীগ গণমানুষের দল, গণকল্যাণেই কাজ করে থাকে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলার সাধারণ মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবেন।
শনিবার বাঞ্ছারামপুর উপজেলা শাহেন শাহ রাহায়েত আলী (র.)-এর ৭৮তম ওরশ মোবারকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।