এ বছর ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন

0

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ প্রায় দুই বছরের কাছাকাছি পৌঁছালেও কোনও সমাধানের চিহ্ন এখনও দৃশ্যমান নয়। সাম্প্রতিক আক্রমণ ও হতাহতের জেরে দুইপক্ষই সমর শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।

এ লক্ষ্যে সদ্য শুরু হওয়া ২০২৪ সালে কমপক্ষে ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন। সোমবার ১ জানুয়ারি দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য দেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রথম চালানের ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের অর্ডার দিয়েছে বলেও জানান মন্ত্রী। উমেরভ বলেন, কার্যকর রসদ, কম খরচে কেনাকাটা ও যুদ্ধের জন্য পর্যাপ্ত সংখ্যক যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুদ্ধক্ষেত্রে প্রয়োগের জন্য স্পষ্ট মানদণ্ড ও নীতিমালার অভাবের কারণে এতদিন ইউক্রেন এফপিভি কেনেনি বলেও জানান উমেরভ।

মন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর যা প্রয়োজন সেটাই কেনা উচিত ইউক্রেনের। ইতোমধ্যেই এর কার্যকারিতা প্রমাণ হয়েছে।

বছরের শেষ সপ্তাহে রুশ-ইউক্রেন হামলা নতুন মোড় নিয়েছে। বিস্তৃত আন্তঃসীমান্ত হামলায় কয়েক দিনের ব্যবধানে দুই পক্ষেই কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here